Wednesday, January 5, 2011

কেঁচো করিমকে নাগরিক সংবর্ধনা

কেঁচো করিমকে নাগরিক সংবর্ধনা

মেহেরপুর প্রতিনিধি | তারিখ: ২৯-০৮-২০১০

গোবরে কেঁচো চাষ করে ভার্টি কম্পোস্ট সার তৈরি করে এবার কৃষিতে সর্বোচ্চ জাতীয় পুরস্কার পাওয়া মেহেরপুরের কৃষক আবদুল করিমকে ১৪ আগস্ট নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
মেহেরপুরের অরণী সাহিত্য সাংস্কৃতিক নাট্য চত্বর ও কার্ড সংস্থা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা দিয়েছে। অরণীর সভাপতি নিশান সাবেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আমিন। অনুষ্ঠানে অরণীর সাধারণ সম্পাদক সাামসুজ্জামান অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, করিমের কেঁচো কম্পোস্ট সার মেহেরপুর জেলার মতো সারা দেশের মাটিতে ব্যবহার হলে বদলে যাবে কৃষির চিত্র। মাটি রাসায়নিক সারের বিরূপ প্রভাবমুক্ত হবে। চাষি কম খরচে এই সার ব্যবহার করে অধিক ও পুষ্টিমানসম্পন্ন ফসল পাবে।
মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রায়ণের আবদুল করিম এবার কৃষিতে রাষ্ট্রের সর্বোচ্চ বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
গত ২৬ জুলাই ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এই পুরস্কার হাতে তুলে দেন।

Source:

Prothom Alo

No comments:

Post a Comment